ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

নিয়ম ভেঙে অবসরের পথে আকিহিতো, জাপান সম্রাট হচ্ছেন নারুহিতো 

প্রকাশিত: ১২:৪০, ৩০ এপ্রিল ২০১৯  

গত ২ জানুয়ারি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে জনসমক্ষে পিতাপুত্র আকিহিতো ও নারুহিতো   -ফাইল ফটো

গত ২ জানুয়ারি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে জনসমক্ষে পিতাপুত্র আকিহিতো ও নারুহিতো -ফাইল ফটো

জাপানের নয়া সম্রাট হিসেবে দায়িত্ব নিচ্ছেন সম্রাট আকিহিতোর পুত্র যুবরাজ নারুহিতো। বুধবার সিংহাসনে বসবেন সূর্যোদয়ের দেশের নয়া সম্রাট। এ ঘটনা নয়া এক মাইলফলক স্থাপন করতে যাচ্ছে আ রতা হচ্ছে দু'শো বছরের মধ্যে এটাই হচ্ছে প্রথম ঘটনা যাতে জাপানের কোনো সম্রাট নিজে থেকে তার দায়িত্ব ছেড়ে হস্তান্তর করছেন।

এর ফলে জাপানের ১২৬তম সম্রাট হতে যাচ্ছেন যুবরাজ নারুহিতো। 

বর্তমানে ৮৫ বছর বয়সী সম্রাট আকিহিতো ২০১৬ সালে ঘোষণা দিয়েছিলেন যে বয়সের কারণে তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন না বলে মনে করছেন। তার ওই কথায় ভবিষ্যতে স্বেচ্ছায় সিংহাসন ছাড়ার আভাস ছিল।

প্রসঙ্গত, এশিয়া তথা বিশ্ব অর্থনীতির অন্যতম সুপার পাওয়ার জাপানের সম্রাটদের রাজনৈতিক কোনো ক্ষমতা না থাকলেও সিংহাসনে আসীন সম্রাটকে জাপানিরা জাতীযর ঐক্যের প্রতীক হিসেবে মান্য করে। 

এদিকে, এক জনমত জরিপে দেখা গেছে, স্বাস্থ্যগত কারণে সিংহাসন ছাড়তে সম্রাটের ইচ্ছাকে সমর্থন করেছে বেশিরভাগ জাপানি। পরে জাপানি সংসদ একটি আইন পাস করে যাতে তিনি সিংহাসন ত্যাগ করতে পারেন। ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান হবে রাজকীয় প্যালেসের মাৎসু-নো-মা কক্ষে। তবে এ সংক্রান্ত রাজপরিবার তথা জাপানি রাজতন্ত্রের ঐতিহ্যবাহী বেশিরভাগ আয়োজনই থাকবে লোকচক্ষুর আড়ালে।

জানা গেছে, স্থানীয় সময় বিকেল পাঁচটায় ক্ষমতা হ্তান্তর অনুষ্ঠানের আয়োজন শুরু হবে। এসময় সম্রাট আকিহিতো তার স্ত্রী সম্রাজ্ঞী মিচিকোকে নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন। প্রায় ৩৩০ জন অতিথির সামনে অনুষ্ঠানটি ১০ মিনিট ধরে চলবে। সম্রাট হিসেবে আকিহিতোর শেষ বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হবে তা।

আগামীকাল (বুধবার) সকালে যুবরাজ নারুহিতো রাজকীয় ভাণ্ডারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সম্রাট হিসেবে কাজ শুরু করবেন। তার দেশবাসীর আশা তিনি জাপানকে 'রেইওয়া' যুগে নিয়ে যাবেন।

৫৯ বছর বয়সী যুবরাজ নারুহিতো অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। ১৯৮৬ সালে এক অনুষ্ঠানে রাজকুমারী মাসাকো ওয়াডার সঙ্গে তার পরিচয় হয়। ১৯৯৩ সালে তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান প্রিন্সেস আইকোর জন্ম ২০০১ সালে। জাপানের বর্তমান আইন অনুযায়ী কোন নারী সিংহাসনে বসতে পারেন না। যে কারণে প্রিন্সেস আইকো সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী নন। সে মোতাবেক যুবরাজ নারুহিতোর পর উত্তরাধিকারী তালিকায় রয়েছেন তার ভাই প্রিন্স ফুমিহিতো। এরপরে রয়েছে ফুমিহিতোর সন্তান ১২ বছরের হিসাহিতো।

এদিকে, নয়া সম্রাটের দায়িত্ব গ্রহণ উদযাপন করতে জাপানে ‘গোল্ডেন উইক’ হিসেবে খ্যাত বসন্তকালীন বার্ষিক ছুটি আরো দশদিন বাড়িয়ে দেয়া হয়েছে। সম্রাটের দায়িত্ব ত্যাগের আয়োজনটা যেন অনেকটা উৎসবের আকার পেয়ে গেছে। তবে ৩০ বছর আগে যখন আকিহিতো তার পিতার মৃত্যুর পর সম্রাট হন তখন পুরো দেশ শোকের সাগরে ভাসছিল যেন।

হাল দুনিয়ার সবচেয়ে পুরোনো এবং ক্ষমতাসীন রাজ পরিবারের একটি হচ্ছে জাপানের বর্তমান রাজপরিবার। পৌরাণিক কাহিনি মতে যিশু খৃষ্টের জন্মেরও ৬০০ বছর আগে থেকে এই রাজতন্ত্র চলে আসছে।

উল্লেখ্য, একটা সমযয়ে জাপান সম্রাটদের ঈশ্বরতুল্য মান্য করতো জনগণ। তবে সম্রাট আকিহিতোর পিতা সম্রাট হিরোহিতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পর থেকে সেই ‘দেবত্ব’ ত্যাগ করেন। অপরদিকে, যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ ভূমিকা রাখেন সদ্য সাবেক হতে যাওয়া সম্রাট আকিহিতো।

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত